Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবা সমূহ কোন শ্রেণীর মানুষ পাবে

বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক দারিদ্র সীমার নিচে বাস করে। এর মধ্যে যারা ভূমিহীন, বিত্তহীন এবং বার্ধক্যের কারনে যারা দৈহিক পরিশ্রমে অক্ষম তারাই সবচেয়ে বেশি দারিদ্রের শিকার। বয়স্ক এবং কাজ করতে অক্ষম দরিদ্র জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ সরকার বয়স্ক ভাতা প্রদান কর্মসূচী চালু করেছে। গ্রাম এলাকার বয়স্ক ভাতা কর্মসূচী বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। 

 

বয়স্কভাতা প্রাপ্তির অযোগ্যতা 

  • সরকারী কর্মচারী অথবা পরিবারের সদস্য পেনশনভোগী হলে।
  • দুঃস্থ মহিলা হিসেবে ভিজিডি কার্ডধারী হলে।
  • অন্য কোনভাবে নিয়মিত সরকারী অনুদানপ্রাপ্ত হলে।
  • কোন বেসরকারী সংস্থা অথবা সমাজকল্যাণ মূলক প্রতিষ্ঠান থেকে আর্থিক অনুদানপ্রাপ্ত হলে।
  • শহর ও পৌর এলাকায় বসবাসকারী হলে।
  • পেশাগত ক্ষেত্রে দিনমজুর, ঝি এর কাজ করলে এবং ভবঘুরে হলে।